দলের সেক্রেটারি জেনারেলের ফাঁসি কার্যকরের আগেই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। আর মুজাহিদের গায়েবানা জানাজা হবে আগামীকাল রবিবার।
ফরিদপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুত তওয়াব এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয়ভাবে জামায়াতের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও এই কর্মসূচির কথা জানানো হবে।
এর আগে বুধবার মুজাহিদের রিভিউ আবেদন খারিজ হওয়া যাওয়ার পর বৃহস্পতিবারও হরতাল পালন করেছে জামায়াত।
প্রসঙ্গত, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর শনিবার রাতেই কার্যকর হচ্ছে মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি।