ঢাকা: শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে কারাগারের ভেতরে ঢোকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা। তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে হুম্মাম ও ফাইয়াজ কাদের চৌধুরীসহ পরিবারের ১৮ সদস্য ভেতরে ঢোকার সুযোগ পান। ধারনা করা হচ্ছে এটাই হতে যাচ্ছে সাকা চৌধুরীর সঙ্গে তাদের শেষ দেখা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রক্রিয়া চলছে বলেই জানিয়েছে দায়িত্বশীল সূত্রগুলো। তারই ধারাবাহিকতায় শেষ দেখা করার জন্যই পরিবারের সদস্যদের ডাকা হয়।
এর আগে রাত ঠিক নয়টায় সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। ৪টি গাড়িতে করে মোট মোট ৩৫ জন কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে আসেন।
পৌঁছানোর পরপরই তাদের অনুসন্ধান কক্ষে বসতে দেওয়া হয়। আধা ঘণ্টারও বেশি সময় পরে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।