রাষ্ট্রপতিকে আবেদন দিতে পারেননি সালাউদ্দিন কাদেরের ছেলে

Slider টপ নিউজ

71380_173

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করে একটি আবেদন দিতে বঙ্গভবনে গিয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। কিন্তু বঙ্গবভন সেই আবেদন গ্রহণ করেনি।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। কিন্তু তাদের আবেদন বঙ্গভবন গ্রহণ করেনি।

বিকেল ৫টার দিকে বেরিয়ে যাওয়ার সময় হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এখান থেকে আমাকে বলা হয়েছে সরাসরি কোনো চিঠি জমা নেয়া হয় না। তাই এটা মন্ত্রণালয়ে জমা দিলে সেখান থেকে তা ফরোয়ার্ড হবে। আমার ধারণা, এটা আইন মন্ত্রণালয়ে জমা দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘উনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) যে ডকুমেন্টগুলি জমা দিয়েছিলেন সেগুলো ভেরিফাই করে বিচার করার জন্য আমরা একটা আবেদন করেছি। সেই কপিটাই এখানে দিতে এসেছিলাম।’

এর আগে বিকেল ৪টা ২৩ মিনিটে গাড়ি নিয়ে বঙ্গভবনে পৌঁছান তিনি। গাড়িটি বাইরে রেখে হেঁটেই ৪টা ২৮ মিনিটে বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন। এ সময় ফারহাত কাদের চৌধুরীকে গাড়িতে বসে থাকতে দেখা যায়।

বঙ্গভবনে ঢোকার সময় হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘এটি একটি মিস ট্রায়ালের আবেদন। রাষ্ট্রপতি যেহেতু সংবিধানের গার্ডিয়ান, এ জন্য আমরা তার কাছে মিস ট্রায়ালের আবেদন করছি।’

প্রাণভিক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার বাবার (সালাউদ্দিন) মুখ থেকে না শুনতে পাচ্ছি, ততক্ষণ বাবা প্রাণভিক্ষার আবেদন করেছেন, তা আমি বিশ্বাস করব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *