মালির রাজধানী বামাকোর একটি পাঁচ তারকা হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, গতকালের জিম্মি পরিস্থিতিতে দুই হামলাকারীসহ নিহতের সংখ্যা ২১। এর আগে মালির রাষ্ট্রীয় টেলিভিশন মৃতের সংখ্যা ২৭ বলে জানিয়েছিল। এ খবর দিয়েছে আল জাজিরা। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল মৌরাবিতুন। গতকাল স্থানীয় সময় সকাল ৭ টায় রেডিসন ব্লু হোটেলে হামলা চালায় জঙ্গিরা। তারা হোটেলে অবস্থানরত ১৭০ ব্যক্তিকে জিম্মি করে নেয়। এরপর মালিয়ান বিশেষ বাহিনী অভিযান শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, ফরাসি ও মার্কিন বিশেষ বাহিনী। দীর্ঘ ৭ ঘণ্টারও বেশি সময় অভিযানের পর জিম্মি পরিস্থিতির অবসান ঘটে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাচার কেইটা এ পরিস্থিতিতে চাদ সফর ছোট করে দেশে ফিরে আসেন। আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপ আল মৌরাবিতুন হামলার দায় স্বীকার করে বলেছে, ইমারত আল সাহরা গ্রুপ ও একিউআইএম (আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরিব) এর সঙ্গে সমন্বয় করে এ হামলা চালিয়েছে তারা।