গ্রাম বাংলা ডেস্ক: পরিবহন মালিকদের ডাকা বাস ধর্মঘটে অচল হয়ে পড়েছে বরিশাল-ঢাকা রুট। ঈদের আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়া রোববার রাতে হঠাৎ করে ডাকা বাস ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা।
একটি দুর্ঘটনার জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ চাওয়া হয়েছে- এমন দাবি করে এর প্রতিবাদে আজ সোমবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করে পরিবহন মালিকরা।
গত ১১ জুলাই বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে হানিফ এন্টারপ্রাইজের বাসচাপায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পরে ১৯ জুলাই সমঝোতার মাধ্যমে নিহত প্রত্যেকের পরিবারকে ৬০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়।
তবে দুর্ঘটনায় নিহত ও আহতের জন্য সরকার নির্ধারিত ক্ষতিপূরণের চেয়ে এই অঙ্ক অনেক বেশি ও ‘অন্যায্য’ দাবি করে রোববার ঢাকার গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এক জরুরি সভা ডেকে ধর্মঘটের ঘোষণা দেয়।
ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নও এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। একই সাথে ঢাকা-মাদারীপুর রুটেও ধর্মঘট ডেকেছে।