বাংলাদেশ বর্তমান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। ওয়াশিংটন ভিত্তিক জরিপ সংস্থা–গ্যালাপের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে ৭৮ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ওপরে অবস্থান করছে বাংলাদেশ।
শুক্রবারের সন্ত্রাসী হামলায় আক্রান্ত ফ্রান্স ৭৫ পয়েন্ট নিয়ে নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের নিচে অবস্থান করছে। ৮৯ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ওপরে রয়েছে। আর ভারতের পয়েন্ট ৬৭, পাকিস্তানের ৬০ এবং নেপাল ও ভুটানের ৭৩। এ প্রতিবেদন তৈরি করা হয়েছে ২০১৪ সালে ১৪১টি দেশের প্রায় দেড় লাখ মানুষের মতের ভিত্তিতে। পুলিশের ওপর আস্থা, রাতে চলাফেরার ঝুঁকি ও চুরি-ডাকাতির ঘটনা– এই তিনটি বিষয়ে করা হয়েছে এই জরিপ।