মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও সালাউদ্দীন কাদের চৌধুরীর মার্সি পিটিশনের জন্য জেল কোড অনুযায়ী ৭ দিন অপেক্ষার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার সন্ধ্যায় তাঁর গুলশানের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন । সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, জেল কোডে বলা আছে সাতদিন। আর রায়ে বলা আছে জেল কোড এখানে অনুমোদিত নয়। আমার আইনের ব্যাখ্যা হলো এখানে সাতদিনের অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। রায়ের কার্যকারিতা যেন কোনো দিন কোথাও প্রশ্নবিদ্ধ না হয় সেইভাবেই কাজ করতে চাই। আমরা এখন আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এ রায় কার্যকর করবো।