মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রেক্ষিতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুত অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ফাঁসি কার্যকর করা সময়ের ব্যাপার মাত্র।
বুধবার দণ্ডপ্রাপ্ত এই দুই আসামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রেক্ষিতে কাছে এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের কাছে আমরা যে বিচার প্রত্যাশা করেছিলাম, আজ তাই পেয়েছি। এই রায় যুদ্ধাপরাধের বিচারকে আরো গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ট করেছে। এতে জাতি সঠিক বিচারটিই পেয়েছে।
এই রায়ের মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে মনে করে তিনি আরো বলেন, এই দুই অপরাধী যে অপরাধ করেছিল, তা কখনই ক্ষমার যোগ্য নয়। তাদের মৃত্যুদণ্ডই একমাত্র সাজা বলে মনে করি।