গ্রাম বাংলা ডেস্ক: গাজায় আগ্রাসনের ১৩তম দিবসে রোববার প্রচণ্ডতম হামলা চালিয়েছে ইসরাইল। এতে একটি এলাকাতেই অন্তত ৬০ জন নিহত হয়েছে।
সার্বিকভাবে নিহতের সংখ্যা ৪২৫ ছাড়িয়ে গেছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা ১৫ ইসরাইলি সৈন্যকে হত্যার দাবি করেছে। ইসরাইল এ পর্যন্ত তাদের সাত সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
গাজায় রোববার ইসরাইলি হামলার ভয়াবহতায় ক্রুদ্ধ হয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এটাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। গাজা সিটির পূর্ব দিকে শেজাইয়া এলাকায় ওই হামলায় অন্তত ৬০ জন নিহত হয়। লাশগুলো রাস্তায় রাখা হয়েছে।