রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ চতুর্থবারের মতো দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলার আয়োজন করেছে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর নগরীর শাহ মখদুম কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে। এবারের কবিতা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি হেলাল হাফিজ।
এসো অফুরন্ত সূর্য আলোর ঈগল শীর্ষক দুই দিনব্যাপী কবিতা মেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ আবৃত্তি আলোচনা ও কবিকুঞ্জ পদক ২০১৫ প্রদানের অনুষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার কবিতা মেলা আয়োজনের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান এবারের কবিতা মেলায় দেশ ও বিদেশের শতাধিক কবি লেখক ও গবেষক উপস্থিত থাকবেন।