গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আদালত।
রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
এ নিয়ে আপিল বিভাগ দুই দফা খন্দকার মোশাররফের জামিন বাতিল করেন।
আদালতে মোশাররফের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। এছাড়া তার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
আপিল বিভাগের এ আদেশের ফলে খন্দকার মোশাররফের কারামুক্তি মিলছে না।