১৫ বছর পর আগৈলঝাড়ার আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ পেল

বরিশাল

mk

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট আশ্রায়ণ প্রকল্পে ১৫ বছর পর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এতে আশ্রায়ণ প্রকল্পের সকল বাসিন্দাদের মুখে আনন্দের ঢেউ জেগেছে।
জানা গেছে, উপজেলার পয়সারহাট নদীর তীরবর্তী বাগধা ও বাকাল ইউনিয়নের সীমান্তবর্তী পয়সারহাট-গোপালসেন মৌজায় আশ্রায়ন প্রকল্পটি বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় ২০০০ সালে নির্মাণ করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নের প্রকল্পে ১০টি শেডে ১০০টি ভূমিহীন ও দু:স্থ পরিবার বসবাস করছে। আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা বিদ্যুৎ পাওয়ার আশায় দীর্ঘ কয়েক বছর আগে তাদের ঘর ওয়্যারিং করেন। তারপর বিদ্যুৎ অফিসের তারা দৌঁড়ঝাঁপ করেও বিদ্যুৎ সংযোগ পায়নি। নির্মাণের ১৫ বছর পর রোববার বিকেলে আগৈলঝাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে একশ’টি পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। বিদ্যুৎ সংযোগের সময় উপস্থিত ছিলেন জোনাল অফিসের ডিজিএম মোবাশ্বের হোসেন, প্রকৌশলী আ.আলিম, শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, যুবলীগ নেতা ফিরোজ সিকদার, ইউপি সদস্য হেমায়েত উদ্দিন হিমু, সাংবাদিক কেএম আজাদ রহমান, প্রবীর বিশ্বাস প্রমুখ। বিদ্যুৎ সংযোগ পেয়ে আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *