প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ইউনেস্কো সাধারণ সম্মেলনে যোগ দিতে প্যারিস যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার সন্ধ্যায় মন্ত্রী প্যারিস রওনা হবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “মঙ্গলবার সকাল ৮টায় প্যারিসে পৌঁছাব। মঙ্গলবারই সম্মেলনে যোগ দেব। ইউনেসকোর সাধারণ সম্মেলনে আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করব।”
গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের কয়েকটি স্থানে হামলায় শতাধিক মানুষের প্রাণহানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর স্থগিত করা হয়।
তিন দিনের সফরে শেখ হাসিনার প্যারিসে যাওয়ার কথা ছিল।সেখানে ইউনেস্কোর লিডারস ফোরামে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার।
প্যারিসে শুক্রবারের হামলায় শতাধিক নিহত এবং দুই শতাধিক আহত হওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা চলছে। হতাহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে ফরাসি সরকার।