এমপিও না দিলে প্রেসক্লাব ছাড়বেন না শিক্ষকরা

Slider শিক্ষা

 

 

97539_taslima-nasreen1.jpg (2)

 

 

 

ঢাকা: এমপিও না দিলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের শিক্ষকরা।

সোমবার (১৬ নভেম্বর) আন্দোলনের ২০তম দিনে অর্ধপ্রজ্জ্বলিত মোমবাতি নিভিয়ে তারা এখনও এমপিও না করার প্রতিবাদ জানান।

একই সঙ্গে এমপিও’র দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে টানা অবস্থান অব্যাহত রেখেছেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে নড়বেন না।

আন্দোলনে যোগ দিতে আসা বরিশাল বাবুগঞ্জ রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সোহরাব হোসেন বলেন, ১৩ বছর ধরে শিক্ষকতা করছি কিন্তু বিনিময়ে কিছুই পাইনি। এখন সংসারে ছেলেমেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

শিক্ষকতার বাইরে জীবিকা অর্জনের মতো এমন সব পেশায় রয়েছি তা ভাষায় বলার মতো নয়, বলেন সোহরাব হোসেন।

একই দাবি করেছেন যশোরের জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর। তিনিও ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন এমপিও’র আশায়।

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. ইশারাত আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমারের নেতৃত্বে প্রায় ৫শ শিক্ষক এ আন্দোলন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *