বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি শেষে আগামী ২২ নভেম্বর আদেশের দিন ধার্য করা হয়েছে।
আজ সোমবার জামিন শুনানি শেষে এই তারিখ ধার্য করেছেন আদালত।
নাশকতার মামলায় গত ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নাকচ করে ফখরুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ জুলাই জামিনে মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি চিকিৎসার জন্য বিদেশে যান।
তাঁর বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় নাশকতার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এই তিন মামলায় জামিনের মেয়াদ ফুরিয়ে আসায় তা বাড়ানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন।
কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে বলেন। সে অনুযায়ী তিনি গত ৩ নভেম্বর আত্মসমর্পণ করলে তার জামিন নাকচ করে দেয় আদালত।