ঢাকা: সম্প্রতি কলকাতার প্রীতমের কথা ও সুরে ‘জ্বলতে দে না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও ডলি সায়ন্তনী। মুঠোফোনের উপর লেখা গানটি শনিবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটির ট্র্যাক ও মিক্সিং এর কাজ হয়েছে মুম্বাইতে।
‘জ্বলতে দে না’ গানটি কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতমের কথা ও সুরে আসিফ আকবর এবং ডলি সায়ন্তনী’র গাওয়া প্রথম গান এটি। অ্যালবামের নাম ‘প্রোজেক্ট ডলি সায়ন্তনী’।
শনিবার রাতে অ্যালবামটির প্রথম গান হিসেবে ‘জ্বলতে দে না’ মিউজিক ভিডিওসহ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এদিকে ভারতের বিখ্যাত রেকর্ড কোম্পানি ভেনাস রেকর্ডস আসিফের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এর অংশ হিসেবে প্রাথমিক ভাবে বাংলা ও হিন্দিতে ছয়টি গান তৈরি করা হচ্ছে।
অ্যালবামটিতে কাজ করছেন কলকাতার প্রীতম, মুম্বাইয়ের একজন গীতিকার ও বাংলাদেশের লতিফুল ইসলাম শিবলী এবং রাজীব আহমেদ। আর গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন আসিফ, মহালক্ষ্মী আইয়ার, ইয়া আলী খ্যাত জুবিন গার্গ এবং ডলি সায়ন্তনী।
অন্যদিকে সঙ্গীতশিল্পী আসিফ আগামী একমাসে দশটি নতুন গান প্রকোশের ঘোষনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেলো ‘জ্বলতে দে না’ গানটি।