সাত বছর পর সৌদি আরবের মিলতে যাচ্ছে জিয়া পরিবার

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাবিশ্ব

zia_family_179389434

গ্রাম বাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।তার দুই ছেলেও সৌদি আরবে মার সাথে ওমরা পালন করবেন। ফলে সাত বছর পর জিয়া পরিবারের সাক্ষাৎ হচ্ছে।

শনিবার রাত ৯টা ৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অ্যামিরেটস ৫৮৫ এর একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।
এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল,  ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সৌদিতে অবস্থানের সময়ে খালেদা জিয়ার দুই ছেলে আরাফাত রহমান ও তারেক রহমান আসতে পারেন বলেও জানা যায়। তারা যদি আসেন তাহলে দীর্ঘ সাত বছর পর মা ও দুই ছেলে একসাথে ওমরাহ পালন করবেন।
ওমরাহ পালন ছাড়াও খালেদা মদীনায় মহানবী হযরত মুহাম্মদ স. এর রওজা জিয়ারত করবেন।
সফরসূচি অনুযায়ী তিনি দেশে ফিরবেন ২৭ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *