অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বরিশালের আগৈলঝাড়ার ১জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫জন। মূমূর্ষ অবস্থায় আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, গতকাল রোববার সকালে কালীপূজা উপলক্ষে আয়োজিত ভুরঘাটার কুন্ডুবাড়ির মেলায় গৃহস্থলী মালামাল কেনাকাটা করতে যায় আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বড়ইতলা গ্রামের নজিব উদ্দিন সরদারের ছেলে সিরাজ সরদার (৬০), তার ছেলে হৃদয় সরদার (১৭), সুমন সরদার (১৯), একই গ্রামের আলম সরদারের ছেলে জাফর সরদার (১৮), তৈয়ব আলী সরদারের ছেলে মিন্টু সরদার (৩০) সহ কয়েকজন। এসময় মেলায় বেলুনে ভরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উল্লেখিতরা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সিরাজ সরদারের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানান। অন্যদিকে ওই গ্যাস বিস্ফোরণে কালকিনির বালিগ্রামের আসলাম খান ও মাদারীপুর পানিছত্র গামের শাহাদাৎ হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।