কালিয়াকৈরে সিএনজি ছিনতাইকালে সাংবাদিকসহ ৩ যুবককে গনধোলাই

Slider গ্রাম বাংলা জাতীয়

নগস
কালিয়াকৈর প্রতিনিধি
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাবাগান বাজারে সিএনজি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকসহ ৩ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের চুন্নু মোল্লার ছেলে রবি মোল্লা(৩৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে মোঃ জুলফিকার আলী(৩০) এবং যশোরের শ্রীপুর উপজেলা সদরের আতিয়ার মোলার ছেলে আকিদুল মোল্লা (৩২)। আটককৃত জুলফিকার আলী নিজেকে সিএনএস টোয়েন্টিফোর ডট কম নামে অন লাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার বলে দাবী করেছেন। তার কাছে ওই নিউজ পোর্টালের ভিজিটিং কার্ড পাওয়া গেছে।
মৌচাক ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এ এস আই) সেলিম তালুকদার জানান, যাত্রীবেশে ৩ ছিনতাইকারী মৌচাক-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বহেরাতলী এলাকার একটি নির্জন স্থানে চালককে জোড়পুর্বক নামিয়ে দিয়ে সিএনজি (গাজীপুর-থ-১১-০৮৯৬) নিয়ে পালিয়ে যায়। এসংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ওই সড়কের চাবাগান বাজারে এলাকাবাসী ৩ ছিনতাইকারীসহ সিএনজি বেবী ট্যাক্সিটি আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করে। মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *