গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির চারটি সহযোগী সংগঠনের নেতৃত্বে শিগগিরই পরির্তন আসছে। যুবদল, মহিলা দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এ পরিবর্তন আসছে বলে বিএনপির কয়েকটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও রাজনৈতিক উপদেষ্টাদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো মুহূর্তে এ সংগঠনগুলোর চূড়ান্তভাবে মনোনীত নতুন নেতৃত্বের ঘোষণা দিতে পারেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র বলছে, যুবদলের আহ্বায়ক পদে নাম ঘোষণা হতে পারে সাবেক ছাত্রদল নেতা সানাউল হক নীরুর নাম। তিনি এ পদে দায়িত্ব না পেলে ঘোষণা হতে পারে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের নাম। আর যুবদলের সদস্য সচিব পদে দায়িত্ব পেতে পারেন সাবেক তুখোড় ছাত্রদল নেতা কামরুজ্জামান রতন। এ কমিটির যুগ্ম-আহ্বায়ক পদে নাম ঘোষণা হতে পারে সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নাম।
মহিলা দলের সভাপতি নূরে আরা সাফাকে সরিয়ে সংগঠনটির নতুন কমিটির আহ্বায়ক পদে দায়িত্ব পেতে পারেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রীতা। সদস্য সচিব পদে বহাল থাকতে পারেন আগের কমিটির সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। আর যুগ্ম-আহ্বায়ক পদে ঘোষণা আসতে পারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদের নাম।
কৃষক দলের আহ্বায়ক পদে দায়িত্ব পাচ্ছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। সংগঠনটির সদস্য সচিবের দায়িত্ব পেতে পারেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
এছাড়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে (সদস্য সচিব) নিয়ে আসায় তার স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক তুখোড় ছাত্রদল নেতা সানাউল হক নীরু। নীরু যুবদলের নেতৃত্বে চলে গেলে এখানে বিকল্প নাম ঘোষণা হতে পারে।
বিএনপি দলীয় সূত্র বলছে, অনিবার্য কারণ ছাড়া নতুন নেতৃত্ব ঘোষণা বিলম্বিত হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ অর্থাৎ তারেক রহমান ও রাজনৈতিক উপদেষ্টাদের পরামর্শে যে কোনো সময় প্রধান বিরোধী দলটির চারটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলের নাম ঘোষণা করতে পারেন খালেদা জিয়া।