৩৯৯৯ টাকায় ট্যাব

Slider তথ্যপ্রযুক্তি

 

 

2015_11_13_21_15_16_FCdU3u1xtRoGW3qACoRMb9sTPJTuhr_original

ঢাকা : ডিএক্স জেনারেশন ল্যাপটপ ফেয়ারে এনেছে আইনল ব্র্যান্ডের ট্যাব। মেলায় সর্বনিম্ন মূল্যে ট্যাবটি পাওয়া যাচ্ছে সাদা রঙে। নভো ৭ গ্রেস নামের এই ট্যাবটিতে সিম ব্যবহারের সুবিধা না থাকলেও ওয়াইফাই ব্যবহারের সুবিধা রয়েছে।

এই ট্যাবে আছে কোয়াড কোর ১.৩ গিগাহার্জ গতির প্রসেসর ও ৫১২ এমবি র‌্যাম। নভো ৭ গ্রেসে ৮ জিবি বিল্ট ইন মেমোরি ও অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ আছে।

ট্যাবটিতে ৩ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা ও ০.৩ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সারাদিন ব্যবহারের জন্য ট্যাবটিতে আছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

এই ট্যাবে এক বছর বিক্রয়োত্তর সেবা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *