গ্রাম বাংলা ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে পৃথিবীতে ভুমিষ্ঠ হওয়ার আগেই শেষ করে দিতে চেয়েছিলেন তার মা দলোরেস আভেইরো।
পর্তুগালের উইঙ্গার রোনালদোর মা দলোরেস আত্মজীবনীমূলক একটি বই লিখেছেন। বইটির প্রকাশ অনুষ্ঠানে এমন সাঙ্ঘাতিক কথাই জানালেন তিনি। রোনালদোকে তিনি জন্ম দিতে চাননি। রোনালদো যখন তার গর্ভে ছিল তখন সেটাকে নষ্ট করে ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডাক্তারের অনুমতি না মেলায় তখন গর্ভপাত করতে পারেননি তিনি। অনেকটা বাধ্য হয়ে রোনালদোকে জন্ম দেন তার মা।
প্রকাশনা অনুষ্ঠানে আবেগাপ্লুত আভেইরা বারবার চোখ মুছতে মুছতে বলেন, সে (রোনালদো) গর্ভে থাকাকালে আমি তাকে নষ্ট করে ফেলতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তার আমাকে অনুমতি দেননি। পরে বাধ্য হয়েই তাকে আমি জন্ম দেই। ঘটনাক্রমেই তার জন্ম হয়েছিল।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার রোনালদো বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের একজন। তাকে নিয়ে তার মা বলেন, এ ঘটনা শোনার পর ও (রোনালদো) আমাকে একদিন বলে, মা তুমি আমাকে জন্ম দিতে চাওনি। কিন্তু আমি আজ বিশ্বের বড় একজন মানুষ। বিশ্বের অনেক কিছু আমি এখন করতে পারি।
এ কথা বলার সময় রোনালদোর মাকে বারবার চোখ মুছেতে দেখা যায়।