এবার ৩১ টাকায় চাল কিনবে সরকার

Slider জাতীয়

2015_11_12_15_42_54_fV62TphIp6eYl8P5xAGmcKjC6SJnaU_original

 

 

 

 

ঢাকা: সরকার ২ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি চাল ৩১ টাকা দরে কৃষকের কাছ থেকে কেনা হবে।

আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে। গত বছর এ দর ছিল কেজি প্রতি ৩২টাকা। সেবার সরকার আমন চাল সংগ্রহ করে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান ৷ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

এসময় তিনি আরো জানা বৈঠকে ওএমএস এর চাল ও আটার দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কত কমবে তা দু-একদিনের মধ্যে জানানো হবে। ওএমএসের প্রতি কেজি চাল ২৪ টাকার ও আটা  ২২ টাকায় বিক্রি করবে সরকার।

কামরুল বলেন, প্রতি কেজি আমন ধান উৎপাদনে কৃষকের খরচ হয় ১৮ টাকা ৫০ পয়সা আর চাল এ রুপান্তরে খরচ কেজি প্রতি ১০ টাকা। অর্থাৎ কেজিতে কৃষকের খরচ ২৮ টাকা ৫০ পয়সা। আর সরকার কিনবে ৩১ টাকায়।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *