ঢাকা: বায়োমেট্রিক্স বা আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল সিমকার্ড নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আগামী রোববার (১৫ নভেম্বর) প্রতিমন্ত্রী মোবাইল ফোন অপারেটরগুলোর কার্যালয়ে এই পদ্ধতির অগ্রগতি পরিদর্শন করবেন বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন।
আগামী ১৫ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু করবে মোবাইল অপারেটরগুলো। জাতীয়ভাবে ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক্স পদ্ধতির উদ্বোধন করা হবে।
গত ২১ অক্টোবর সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।