নাশকতা পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওই হলে অভিযানের সময় বিপুল পরিমাণ পাথর, লোহার রড ও জিহাদি বইও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, নাশকতার জন্য শিবির কর্মীরা আব্দুর রব হলে অবস্থান নিয়ে ‘গোপন বৈঠক’ করছে তথ্য পেয়ে বিকাল ৪টার দিকে অভিযান শুরু করা হয়।
প্রায় তিন ঘণ্টাব্যাপী চালানো এ অভিযানে হল শাখা শিবিরের সভাপতি মো. জাহেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেনসহ ১৪ জনকে আটক এবং বিভিন্ন রুম থেকে পাথর, লোহার রড ও জিহাদী বই উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় নাশকতা বা অন্য অপরাধে আর কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইসমাইল।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর এক ছাত্রলীগকর্মীকে মারধরের পর আব্দুর রব হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, পাথর ও জিহাদি বইসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।