‘সবার জন্য চমক হয়েই থাক’

Slider লাইফস্টাইল

101027_Momotaj

 

ক্যারিয়ারের শুরু থেকেই ফোক গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন মমতাজ। ধারাবাহিকভাবে অনেক হিট-সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন। এ কারণেই ‘ফোক সম্রাজ্ঞি’ উপাধিও পেয়ে যান শ্রোতাদের কাছে। এদিকে গত কয়েক বছর ধরেই রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকা-ে ব্যস্ত থাকার ফলে গানে খুব একটা মনযোগ দিতে পারেননি তিনি। বিশেষ করে নতুন গান কম করা হয়েছে তার। তাছাড়া স্টেজেও তার ব্যস্ততা ছিলো তূলনামূলক কম। তবে সম্প্রতি আগের থেকে সরব হয়েছেন গানে। সামনেই অ্যালবাম, চলচ্চিত্র ও স্টেজে নিয়মিত পাওয়া যাবে মমতাজকে। বর্তমান ব্যস্ততা ও গানের বিভিন্ন দিক নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন মমতাজ। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন

কেমন আছেন?
আল্লাহুর রহমতে ও সবার দোয়ায় খুব ভালো আছি।
ব্যস্ততা কি নিয়ে?
গানে ব্যস্ত থাকতে আমার ভালো লাগে। কিন্তু রাজনীতি ও সামাজিক বিভিন্ন কর্মকা-ের কারণে এখন গানে তেমন একটা সময় দিতে পারছি না। তবে গানের চর্চার মধ্যে আমি সব সময় থাকি। আর খুব শিগগিরই আবারও গানে আমাকে পাবেন শ্রোতারা। গত বছর সংগীতার ব্যানারে ‘মাঝি’ শীর্ষক একটি অ্যালবাম প্রকাশ পেয়েছিলো আমার। অ্যালবামটি প্রকাশ হবার পর বেশ ভালো সাড়া পেয়েছি। তবে তার পর আবারও একটা বিরতি চলে এসেছে। অবশ্য আমি চেষ্টা করেছি টিভি লাইভ কিংবা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণের।
নতুন অ্যালবামের পরিকল্পনা রয়েছে?
অ্যালবামের প্রস্তাবতো অনেক রয়েছে। অনেক কোম্পানি ও সুরকাররাই অ্যালবামের প্রস্তাব করছেন প্রতিনিয়ত। তবে আমি এতদিন সময় দিতে পারিনি সেভাবে। এবার আশা করছি অ্যালবামে সময় দেবো। আশা করছি আগামী বছরের পহেলা বৈশাখের মধ্যে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। আর অ্যালবামে এখন থেকে নিয়মিত হবার চেষ্টাটাও থাকবে।
স্টেজে নিয়মিত হচ্ছেন চলতি মাস থেকে? কেমন লাগছে?
স্টেজ আমার প্রথম ভালোবাসা। কারণ এখান থেকেই ধীরে ধীরে আমার গানগুলো মানুষের কানে পৌঁছেছে। মানুষের ভালোবাসা পাবার সবচেয়ে বড় মাধ্যমও স্টেজ। স্টেজে উঠলে আমি অন্য এক জগতে হারিয়ে যাই। আজ থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ফোক সংগীত ফেস্টিভ্যাল। আগামীকাল আমি অংশ নেবো এখানে। অর্নবের সঙ্গে একটি ভিন্নধর্মী পারফরমেন্সও শ্রোতা-দর্শক আমাকে এখানে পাবেন। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। সবার জন্য চমক হয়েই থাক। এর বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবো। ভারত থেকে হৃতিক, জ্যাকুলিন ও কে কে অংশ নেবেন এখানে। বাংলাদেশের একক শিল্পীদের মধ্যে আমি গাইবো। ডিসেম্বরেও কিছু বড় মাপের স্টেজ শো করার কথা রয়েছে।
প্লেব্যাকের কি খবর?
প্লেব্যাক আমি একটু বেছে বেছে করছি। সব ধরনের গান এখন করতে চাচ্ছি না। তবে কিছু ছবিতে গাওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। আশা করছি সামনে প্লেব্যাক করবো।
দীর্ঘদিন পর তাহলে অ্যালবাম, প্লেব্যাক ও স্টেজে সরব হচ্ছেন?
আমি কখনই গানে নীরব ছিলাম না। অন্য ব্যস্ততার জন্য হয়তো গানে সময় দিতে পারিনি। কিন্তু আমি নিজে গান চর্চা করে গেছি। গুণ গুণ করে সব সময়ই আমি গাই। তবে এবার শ্রোতাদের সামনে আবার আসছি। সময় বের করে অ্যালবাম-স্টেজ, প্লেব্যাক ও টিভি লাইভে নিয়মিত হবো ইনশাআল্লাহ। অ্যালবাম নিয়ে শ্রোতাদের অভিযোগ অনেক। প্রতিনিয়তই নতুন গান চান তারা। আশা করছি আগামী বছরের শুরুতেই নতুন অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো। কারণ শ্রোতাদের কারণেই আমি আজকের মমতাজ। এটা আমি সব সময় মনে রাখি।
নতুনরা কেমন করছে সংগীতে?
বেশ ভালো করছে। তবে ধৈর্য্য সহকারে কাজ করতে হবে তরুণদের। আমি এদের নিয়ে অনেক আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *