গ্রাম বাংলা ডেস্ক: মির্জা আব্বাসকে আহ্বায়ক করে গঠিত ঢাকা মহানগর বিএনপির কমিটিতে যারা আছেন
গ্রাম বাংলা ডেস্ক: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে দলটির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এক সভায় ৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠিত হয়। বিএনপির গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলটির মহানগর কমিটির এক নেতা জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া নতুন কমিটিকে অনুমোদন দিয়েছেন। দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। কমিটিতে সদস্যসচিব রাখা হয়নি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুকে।
এ ছাড়া বাকি ২৯ জনের সবাই যুগ্ম আহ্বায়ক পদাধিকারী হবেন। হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, কমিশনার এম এ কাইয়ুম আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। নতুন কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে।
উপদেষ্টামণ্ডলী ৪ জন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সাবেক সদস্য সচিব আব্দুস সালাম।
আহ্বায়ক: দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
যুগ্ম-আহ্বায়ক ৬ জন : চেয়াপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, সমবয় বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাশার, কারান্তরীন সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু, নির্বাহী কমিটির সদস্য এম, এ, কাইয়ুম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল সাইদ খান খোকন।
সদস্য সচিব: বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল।
সদস্য ৪৪ জন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য এসএ খালেক, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুব-বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহম্মেদ, আব্দুল লতিফ (কলাবাগান), আব্দুল মজিদ (রমনা), আনোয়ারুজ্জামান আনোয়ার (তেজগাঁও), শামছুল হুদা (সবুজবাগ), সাজ্জাদ জহির (শাহজাহানপুর), একরামুল হোসেন (শাহজাহানপুর), ইউনুস মৃধা (খিলগাঁও), বজলুল বাসিত আনজু (মিরপুর), সাদেক আহম্মেদ (মুক্তিযোদ্ধা), আলী আজগর মাতবর (কাফরুল), নিতাই চন্দ্র ঘোষ (সুত্রাপুর), আহসান উল্লাহ হাসান (পল্লবী), বোরহানুজ্জামান ওমর (পল্টন), হারুন অর রশিদ হারুন (মতিঝিল), সিরাজুল ইসলাম সিরাজ (কলাবাগান), গোলাম হোসেন (সবুজবাগ), তানভীর আদেল বাবু (পল্টন), আবুল হাসান তালুকদার ননী (শাহবাগ), আবু মোতালিব (চকবাজার), আলী ইমাম আসাদ (পল্লবী), আবদুল মহিন (মোহাম্মদপুর), আব্দুস সামাদ (কোতয়ালী), হাজী আলতাফ হোসেন (লালবাগ), ফরিদ আহম্মেদ ফরিদ (দয়াগঞ্জ), আনোয়ার পারভেজ বাদল (চকবাজার), আক্তার হোসেন (খিলক্ষেত), নবী উল্লাহ নবী, হাজী মীর হোসেন মীরু, ফখরুল ইসলাম ফরু (রামপুরা), ফেরদৌস আহম্মদ মিষ্টি (শাহ আলী থানা), তানভীর আহমেদ রবিন (কদমতলী), শেখ রবিউল আলম (ধানমণ্ডি), কফিল (উত্তরা), আরিফুর রহমান নাদিম (আরমানিটোলা), জাফরুল (বংশাল), এসএম জিলানী।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ মে সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্যসচিব করে ঢাকা মহানগর বিএনপির ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় খোকা-সালামের কমিটিকে। কিন্তু গত নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আন্দোলনে ব্যর্থতার কারণে এই কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করা হলো।