বরেণ্য শিক্ষাবিদ, প্রফেসর ইমেরিটাস ড.আনিসুজ্জামানকে মোবাইল ফোনে এসএমএস করে চাপাতির কোপে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা ৩৩ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে ড.আনিসুজ্জামানকে এই হুমকি দেওয়া হয়।
এসএমএস বার্তায় লেখা ছিল: ‘ হোয়াই ডু ইউ সাপোর্ট এন্ড আপহোল্ড দ্য রুড ব্লগারস? ডু ইউ ডাই উইথ এ ব্লো অফ চাপাতি এট ইওর লাস্ট গ্র্যাপ।’
সম্প্রতি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ আরও দুই জন লেখককে চাপাতির আঘাতে নির্মমভাবে আহত করলে তার বিরুদ্ধে সরব হন ড. আনিসুজ্জামান।
এছাড়াও ড. হুমায়ুন আজাদ থেকে শুরু করে প্রতিটি লেখক হত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে এসব নিষ্ঠুর হত্যার বিচার চেয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সমকালকে বলেন, ‘ এই বার্তা পেয়ে আমি উদ্বিগ্ন হয়েছি। তবে বিস্মিত হইনি।’
ড. আনিসুজ্জামানের পক্ষ থেকে গুলশান থানার ডিসিকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ব্যাপারে গুলশান থানার ডিসি মোশতাক আহমেদ সমকালকে বলেন, ‘ আমরা ড.আনিসুজ্জামান স্যারের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি ও ব্যবস্থা নিচ্ছি।’