রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদীন (জেএমবি) এর ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত ৮টা ২০ মিনিটে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আরিফ ইবনে খায়ের রিফাত, মোঃ বাবু মুন্সি মাসুদ রানা, মোঃ খোরশেদ আলম, ওমর ফারুক, মোঃ আলহাজ মিয়া, মোঃ হেলাল উদ্দিন, আব্দুল বাছেদ, মোঃ সুজাত, আজাহার আলী, মোঃ ফরহাদ হোসেন ও মিজানুর রহমান।
এ সময় তাদের হেফাজত থেকে নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদীন (জেএমবি) সংগঠনের বিভিন্ন প্রকারের জিহাদী বই, ৩ টি চাপাতি, একটি তালা কাটা মেশিন, ছুরি, হাসুয়া সহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র এবং সালফার (১.৫ কেজি) ও পটাশ (১০০ গ্রাম) জাতীয় বিস্ফোরক পদার্থ এবং ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাষ্ট্রের ভিভিআইপি, ভিআইপিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছিল। ইতোপূর্বে গত ২৭/০৭/২০১৫ তারিখে ডিবি কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদীন (জেএমবি) এর ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিম পাখিকে গ্রেফতার করা হয়। সেসময়ে জিজ্ঞাসাবাদে আমির আবু তালহা তার অন্যতম সহযোগী হিসাবে আরেক শীর্ষ স্থানীয় নেতা আরিফ ইবনে খায়ের রিফাত এর নাম প্রকাশ করে। আবু তালহা গ্রেফতার হওয়ায় পরবর্তী সময়ে তার অন্যতম সহযোগী রিফাত গাজীপুর, টাংগাইল ও জামালপুর সহ বিভিন্ন জেলা থেকে সদস্য সংগ্রহ পূর্বক সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তারই পৃষ্ঠপোষকতায় ও নেতৃত্বে উক্ত জেএমবি’র সদস্যরা ঢাকায় একত্রিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) ও পুলিশ হেডকোয়াটার্স এর এআইজি (গোপনীয়) মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশনা ও তদারকিতে, এডিসি মোঃ মাহফুজুল ইসলাম এর তত্ত্বাবধানে ও সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।