এই বিএনপি নেতার আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি শরিফ আহম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।এর ফলে আব্দুল মান্নানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী কে এম মাসুদ রানা।
পাশাপাশি এই দুই মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত; চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে হবে।
আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন; তার সঙ্গে ছিলেন কে এম মাসুদ রানা।
মাসুদ বলেন, “চলতি বছরের ২ ফেব্রুয়ারি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী ও কালিয়াকৈর থানায় দুই মামলায় রোববার আদালত তার জামিন মঞ্জুর করেছে।
“তার বিরুদ্ধে থাকা মোট ১৭টি মামলার মধ্যে ১৫টি মামলায় তিনি এর আগে জামিন পান। বাকি দুটি মামলায়ও জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।”