দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় বসছে। এর আগে বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ৮ম অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ক্ষমতাবলে গত ১৫ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ অধিবেশনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। তবে এ অধিবেশনে রাষ্ট্রপতির পারিতোষিক ও অন্যান্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। সংসদে নতুন চারটিসহ মোট ১৪টি বিল জমা রয়েছে। এছাড়াও অধিবেশন চলাকালে আরো কয়েকটি বিল জমা হতে পারে। এরমধ্যে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিলও থাকার সম্ভাবনা রয়েছে।