নিশাদ পেয়েছিলো বাবার লেখা বই “হিমু রিমান্ডে”

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ বিনোদন ও মিডিয়া সারাবিশ্ব সাহিত্য ও সাংস্কৃতি

nisad

শারমিন সরকার

গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: আজ হুমায়ন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। প্রথম মৃত্যু বার্ষিকীতে  বাবার লেখা একটি বই “হিমু রিমান্ডে”উপহার পেয়েছিলো হুমায়ূন আহমেদের  ছেলে নিশাদ।

২০১২ সালের ১৯ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নূহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের হোয়াইট হাউজ থেকে বেরিয়ে শাওন সাংবাদিকদের ব্রিফ করার পর ঘটেছিলো ওই ঘটনা।হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের ব্রিফ করে  মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানসূচি জানান । তিনি স্বামীর মৃত্যু বার্ষিকীর দুই বছর কেমন করে কাটালেন ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  ব্রিফ্রিং শেষে একজন হুমায়ূন ভক্ত এক নারী  শাওনকে জড়িয়ে ধরেন। আবেগ আপ্লুত কন্ঠে তিনি হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করেন। তখন উভয়ে কেঁদে ফেলেন। এসময় ওই নারী ভক্ত হুমায়ূন আহমেদের লেখা “হিমু রিমান্ডে” বইটি উপহার দেন। হুমায়ূন আহমেদের পরিবারের ৩সদস্যের মধ্যে লেখকের ছেলে নিশাদের হাতে  বইটি তোলে দেয়া হয়।নিশাদ বাবার বইটি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে। যে বইটি তার বাবা লিখেছেন, যে বইটি তাদের ঘরে রয়েছে বাবার অবর্তমানে ওই বইটি উপহার পেয়ে নিশাদ খুশি হবার কথা থাকলেও সে খুশি হয়নি। বাবার লেখা বই হাতে নিয়ে কি যেন ভাবছে ওই মাসুম বাচ্চা।নূহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও কর্মচারীরা গ্রাম বাংলাকে জানিয়েছেন, বৃহসপতিবার রাতে শাওন মেডাম  স্যারের দুই ছেলেকে নিয়ে নূহাশ পল্লীতে এসেছেন। প্রতি বছরের মত এবারও একই ধরণের অনুষ্ঠান হচ্ছে। স্যারের কবরের পাশে দিনব্যাপী কোরানখানি বিকালে মিলাদ ও সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। মেনাজাতে এতিম ও দুস্থদের আমন্ত্রণ জানানো হয়েছে। হুমায়ূন আহমেদের সহধর্মীনি অভিনেত্রী মেহের আফরোজ শাওন স্বামীর কবরের পাশে মোনাজাতে শরীক হতে ইতোমধ্যে নূহাশে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *