এম,আর, আলী (টুটুল), সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় সৈয়দপুরেও উদ্যাপিত হলো ৪৪তম জাতীয় সমবায় দিবস-২০১৫। সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো সমবায় দিবস।
সূত্রে জানা যায় গত ৭ই নভেম্বর শনিবার সারা দেশের ন্যায় সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন স্লোগানকে সামনে রেখে সৈয়দপুর সমবায় অফিসের আয়োজনে অফিস চত্ত্বরে উদ্যাপিত হলো ৪৪তম জাতীয় সমবায় দিবস। অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও এক বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাওয়াদুল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ মোঃ আজমল হোসেন, ভাইস চেয়ারম্যান ও জনাবা মোছাঃ রওনক জাহান (রিনু), মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ। মোঃ মহসিন আলী রুবেল, আহ্বায়ক, জাতীয় সমবায় দিবস-২০১৫ উদ্যাপন কমিটি ও চেয়ারম্যান, সৈয়দপুর ইউ,সি,সি, এ লিঃ, লাল চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আবু ছালেহ্ মোঃ মুসা জঙ্গী, উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর, নীলফামারী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা সমবায় অফিসার।