খুলনা: খুলনায় ‘বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উদযাপন’ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি এক যৌথ সভার আয়োজন করে।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে খুলনা জেলা বিএনপির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সভা পরিচালনা করেন বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল ইসলাম দাদু ভাই।
সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ড. জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নওয়াজেশ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. রেজাউল করিম, বিএনপি নেতা শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু জাফর, ফখরুল আলম, মনিরুজ্জামান মন্টু, ড্যাব নেতা ডা. শওকত আলী লস্কর, সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওন, যুবদল সভাপতি শফিকুল আলম তুহিন, শ্রমিক নেতা মুজিবর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজিজুল হাসান দুলু ও ছাত্রদল সভাপতি কামরান হাসান।