চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযানে এক দিনেই নিয়মিত মামলার আসামিসহ মোট ৪৮১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে জামায়াতের ২৪ নেতাকর্মীও রয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা।
শুক্রবার রাতভর জেলার ১৬ থানায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, জেলার ১৬ থানায় পরিচালিত অভিযানে মোট ৪৮১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সাতকানিয়া উপজেলা থেকে জামায়াতের ২২ জন ও সীতাকু- থেকে ২জনসহ মোট ২৪ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলার আসামি ৯৩ জন। পরোয়ানাভূক্ত পলাতক আসামি ৩৬৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফটিকছড়ি থেকে দুটি দেশিয় তৈরি এলজি, মিরসরাই থেকে থেকে দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই দিনে জেলার বিভিন্ন স্থান থেকে ২৫২ লিটার মদ, ১৫০৫ পিস ইয়াবা বড়ি ও ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান নাঈমুল হাসান।