মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা একটায়।
বাংলাদেশ দলে ফিরেছেন আল আমিন হোসেন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বাঁহাতি স্পিনার আরাফাত সানিও একাদশে ফিরেছেন।
সৌম্য সরকারের চোটে দলে আসা ইমরুল কায়েসকে বাইরেই থাকতে হচ্ছে। প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করবেন তরুণ লিটন দাস। জাতীয় দলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেললেও ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেই খেলেন তিনি।
অভিষেকের অপেক্ষায় থাকতে হচ্ছে প্রথমবারের মতো জাতীয় দলে আসা পেসার কামরুল ইসলাম রাব্বিকে। লেগ স্পিনার জুবায়ের হোসেনকেও প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকতে হচ্ছে।
জয় দিয়ে সিরিজ শুরু করতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্য দিকে, আফগানিস্তান সিরিজের ব্যর্থতা ভুলতে এই সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে জিম্বাবুয়ে।