চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চেক পোস্টে তল্লাশি চালিয়ে ছয় বস্তা ফেনসিডিলসহ একটি মাইক্রো বাস জব্দ করেছে পুলিশ। এসময় এটির চালক আব্দুর রহিমকেও (২৬) আটক করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বাংলামেইলকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকালে আগ্রাবাদ চেকপোস্টে সার্জেন্ট আরিফের নেতৃত্বে তল্লাশির সময় একটি সাদা মাইক্রো বাসে (চট্টমেট্রো-চ-০২-১৮৫০) তল্লাশি চালিয়ে ছয় বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, ভারত থেকে আনা কুমিল্লা সীমান্ত দিয়ে ফেনসিডিলগুলো নগরীর আইস ফ্যাক্টরি রোডে আনা হচ্ছিল। গাড়ীতে থাকা প্রতিটি বস্তায় ১৭০ বোতল করে মোট ১০২০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
চালক আব্দুর রহিমের (২৬) বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বলে জানা গেছে।