সোনাডাঙা থানার ওসি মারুফ আহমেদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙা মজিদ সরনী এলাকার ওই হাসপাতালে আগুন লাগে।
খুলনা ফায়ার সার্ভিস উপ পরিচালক মো. তরিকুল ইসলাম জানান, সাত তলা হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ক্যাথল্যাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
“হাসপাতালের কর্মীরা নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর কাজ শুরু করায় তা ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।”
এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুন লাগার পর হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভারতের হসপিটাল চেইন ফরটিস গত ডিসেম্বরে বাংলাদেশের এএফসি হেলথ লিমিটেডের সঙ্গে মিলে খুলনায় হৃদরোগীদের জন্য বিশেষায়িত এ হাসপাতাল চালু করে।