ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির আশায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা দিয়েছেন ৯০ হাজার শিক্ষার্থী।
এই পরীক্ষার্থীদের মধ্যে শেষ পর্যন্ত ১ হাজার ৪৬৫ জন এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়ার সুযোগ পাবেন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।
বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান, প্রশ্ন দেওয়ার কথা বলে ভর্তিচ্ছুদের সঙ্গে প্রতারণার চেষ্টার অভিযোগে পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে ধরে গোয়েন্দা পুলিশে সোপর্দ করা হয়।
জালিয়াতি ও প্রশ্নফাঁস ঠেকাতে এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ছিল ভ্রাম্যমাণ আদালত।
‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। আর শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা পর্ব শেষ হল।