শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারীকে হত্যার হুমকি

Slider গ্রাম বাংলা

ছবি( বিল্লাল বেপারী – ফাইল ছবি)

গাজীপুর: শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি ডায়েরী হয়েছে।

আজ শুক্রবা বিল্লাল হোসেন বেপারী এই তথ্য জানান।

জিডেতে বলা হয়, আমি মোঃ বিল্লাল হোসেন বেপারী (৫১), পিতা: মোঃ লিয়াকত আলী বেপারী, মাতা: মোছাঃ বিলকিছ, জাতীয় পরিচয় পত্র নং: ৯১৩৬৯০২১৮৭, ঠিকানা (স্থায়ী) গ্রামকেওয়া, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-০৬, থানা -শ্রীপুর, জেলা-গাজীপুর ও ঠিকানা (বর্তমান)-, কেওয়া চন্নাপাড়া, ওয়ার্ড নং-০৬, শ্রীপুর, গাজীপুর, ঢাকা, মোবাইল নং-০১৭১১৫১৮৩৯১।

এই মর্মে জানাইতেছি যে, গত ২৯-০১-২০২৬ইং তারিখ বেলা অনুমান ১১টার সময় আমার ফেসবুক আইডিতে প্রবেশ করিয়া দেখতে পাই যে, “Amar Desh” নামের ফেসবুক আইডিতে আমার ছবি ব্যবহার করিয়া উহাতে “বিল্লাল হোসেন বেপারীর জীবন সংকটাপন্ন। শ্রীপুর পৌর বিএনপির একটি গ্রুপ বিল্লাল হোসেন বেপারীকে যে কোন সময় হত্যা করতে পারে। @highlight” লিখিয়া পোষ্ট করে। যাহার লিংক- https://www.facebook.com/share/174SbULCPr/। ইহাতে আমার আশংকা হইতেছে যে, অজ্ঞাত নামা ব্যক্তি উক্ত আইডির দ্বারা আমার নামে সমাজ বা রাষ্ট্রবিরোধী কথা বার্তা লিখিয়া পোষ্ট করিয়া বিএনপির মনোনিত প্রার্থী গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এস.এম. রফিকুল ইসলাম সাহেবের নির্বাচনী প্রচারনাকে বাধা গ্রস্থ করার জন্য এবং আমার জীবন নাশের আশংকা করিতেছি। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।


ছবি: হুমকি দেয়া পোস্টের স্কিন শট

এদিকে গাজীপুর-৩ ( শ্রীপুর) আসনে বিএনপির প্রার্থী ডা; রফিকুল ইসলাম বাচ্চুর নির্বাচন পরিচালনাকারীদের অন্যতম বিল্লাল হোসেন বেপারীকে হত্যার হুমকি দেয়ায় বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষাীদের গ্রেপ্তার দাবী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *