বুধবার, ডিসেম্বর ০৪, ২০২৪

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার: নারী আটক

জাতীয়

Gazipur__sm_666303683

 

 

 

গাজীপুর সদর উপজেলার পিরুজালী মন্ডলপাড়া এলাকা থেকে ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনিরুজ্জামান মন্ডল (৩৫)।

তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের মন্ডলপাড়া এলাকার নূরুল ইসলাম মন্ডলের ছেলে। পুলিশ ওই এলাকা থেকে নিলুফার ইয়াসমিন নামের এক নারীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা  জানান, পিরুজালী তরুবীথি পিকনিক স্পটে নারীসহ কিছু যুবক অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে ওই পিকনিক স্পটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পটে নারীসহ অবস্থানকারী লোকজন পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে মনিরুজ্জামান মন্ডলের লাশ নিয়ে নিলুফার ইয়াসমিন সিএনজিযোগে পালানোর সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে লাশ উদ্ধার ও নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে। নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মনিরুজ্জামান মন্ডল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আটক নিলুফার ইয়াসমিনের বাড়ি গাজীপুর মহানগরীর বাউপাড়া এলাকায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *