ঐশীর রায় ১২ নভেম্বর

Slider বাংলার আদালত

 

2015_10_08_18_12_55_6UUZzXnDhf6zJvrwnA6o588C8ymfxK_original

 

 

 

 

ঢাকা : সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যা মামলায় আগামী ১২ নভেম্বর রায় ঘোষণা করবেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিপক্ষের অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায় দেন।

ওই ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ আগামী ১২ নভেম্বর মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। মামলাটির অপর আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি। নাবালক হওয়ায় অন্য আদালতে তার বিচার চলছে। মামলাটিতে খাদিজা আক্তার সুমি ও রণি জামিনে আছেন।

এতে ২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুয়াল খায়ের মাতুব্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *