
মোঃ আলীআজগর খান পিরু, গাজীপুর : গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ড গাছা পূর্বপাড়া মেম্বার মার্কেটে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গত চারদিন হয় ইন্তেকাল করেছেন তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০.০০টার সময় সাবেক ইউনিয়ন পরিষদের সফল মেম্বার ইয়াকুব আলী মেম্বার মার্কেটে এ মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মেম্বার ইয়াকুব আলীর একমাত্র ছেলে বর্তমান ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল আল মামুন। তিনি বলেন, বাংলাদেশে প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গত চারদিন হয় ইন্তেকাল করেছেন,(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন),দেশবাসী সহ আমরা সবাই গভীরভাবে শোকাহত, তাহার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ শরীক হয়েছেন এবং মরহুমার জন্য সকলে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন ।আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমি উপস্থিত সকলের কাছে মরহুমার জন্য দোয়া চাই, আমি দেশবাসীর কাছে দোয়া চাই মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আমি মোঃ সোহেল আল মামুন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন সেবক হয়ে সদা সর্বদা আপনাদের পাশে থাকতে পারি।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩৭ নং ওয়ার্ড জামায়েত নেতা মোঃ তানভীর আহমেদ, বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদল, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আলী আজগর খান পিরু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফাইজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুলহাস, অত্র এলাকার সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক সেলিম সলিমুল্লাহ, ৩৬ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা মোঃ ইকবাল শাহ।
উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন দিবস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সজিব শেখ, গাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা মোঃ শাহরিয়ার আহমেদ শাফিন, মোঃ সোহেল, ছাত্রদল নেতা মোঃ ইফাত, মোঃ আশরাফ মোঃ আব্দুর রহমান মোঃ সেলিম প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলবল নির্বিশেষে শত শত মানুষ উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
