বাড্ডায় গাড়িতে আগুন, পুলিশের গুলিতে আহত ১

গ্রাম বাংলা ঢাকা সারাদেশ

রাজধানীর উত্তর বাড্ডায় একটি গাড়িতে আগুন দেওয়ার সময় মো. বাবু (২৫) নামে এক যুবক পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বাড্ডার স্বাধীনতা সরণীতে রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে তার পরিচয় জানা যায়নি।

বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনন্ত রায় বলেন, ‘বাসে আগুন দেওয়ার সময় জনগণ মো. বাবুকে ধাওয়া করে। এ সময় পুলিশ তাকে ধরতে গেলে সে পালিয়ে যেতে চেষ্টা করে। তখন পুলিশ তার পা লক্ষ্য করে গুলি করে। এ সময় তার বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *