টেস্ট ক্রিকেট ছাড়লেন শোয়েব মালিক

Slider খেলা

 

 

66643_149

 

 

 

 

সাবেক পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। শারজায় মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে রান করতে ব্যর্থ হওয়ার পর তিনি বিদায়ের কথা প্রকাশ করেন।
৩৩ বছর বয়স্ক মালিক প্রায় ৫ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করেই ক্যারিয়ার সেরা ২৪৫ রান হাঁকিয়েছিলেন। কিন্তু তারপর তিনি ৫ ইনিংসে করেছেন যথাক্রমে ০, ২, ৭, ৩৮ ও ০। এই বার্জে ফর্মের কারণেই তিনি সরে দাঁড়ালেন।
মালিক সাংবাদিকদের বলেন, আমি এই ম্যাচের পর টেস্ট ক্রিকেট থেকে সরে যাচ্ছি। এটা খারাপ ফর্মের কারণে নয়, বরং আমার পরিবারকে বেশি সময় দিতে এবং ২০১৯ বিশ্বকাপের দিকে আরো বেশি মনোযোগী হতে।
মালিক ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন।
তিনি বলেন, আমি মনে করি, তরুণদের সুযোগ দিতে সরে যাওয়ার এটাই সেরা সময়।
তিনি ৩৫টি টেস্ট থেকে ১,৮৯৮ রান করেন। সেঞ্চুরি রয়েছে ৩টি। আর উইকেট পেয়েছেন ২৯টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *