দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। ‘ধুমকেতু’ সিনেমার সেটে তাই ভীষণ কড়াকড়ি। কলাকুশলীদের মোবাইল ফোন বন্ধ করে কাজ করার নির্দেশ দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়
‘ধুমকেতু’র সেটে কলাকুশলীদের মোবাইল বন্ধ রেখে কাজ করতে হচ্ছে। প্রযোজক রানা সরকারের শেয়ার করা ছবিটিতে দেখা যায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেও সেই নিয়ম মেনে চলছেন।
কৌশিক বলেন, “দেবকে নিয়ে বুধবার সিনেমাটির খুবই গুরুত্বপূর্ণ অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। আমি এখনই তার ‘লুক’ প্রকাশ করতে চাই না। সিনেমাটি মুক্তির পরে সেটা সবাই দেখতে পারবে।”পরবর্তী সিনেমা ‘দাঙ্গাল’-এর জন্য আমির খানের নতুন রূপ আড়ালে রাখার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, “তাহলে সেটা আমরা টালিউডে কেন করতে পারবো না? একই সঙ্গে, ঐদিন আমি সেটে কোনো রকমের ঝামেলায় পড়তে চাইনি। কারণ, নতুন রূপ পেতে দেবের মেইক আপে পাঁচ ঘণ্টা সময় লেগেছিল এবং আমি বাজি ধরে বলতে পারি কেউ চিনতে পারবে না তাকে।”
পরিচালক সাবধান হওয়ার আগেই অবশ্য ইউনিটের বেশ কয়েকজন সদস্য অনলাইনে ছবি পোস্ট করেছেন।
কৌশিক জানান, টালিগঞ্জে শুটিংয়ের সময় মোবাইল বন্ধ রাখার ঘটনা এটাই প্রথম নয়। তিনি নিজেই দ্বিতীয়বার এমন সিদ্ধান্ত নিলেন। ২০১০ সালে মুক্তি পাওয়া তার ‘আরেকটি প্রেমের গল্প’ সিনেমার শুটিং চলাকালীন চপল ভাদুড়ি চরিত্রে অভিনয় করা বাঙালি নির্মাতা ও অভিনেতা ঋতুপর্ণ ঘোষের ছবি তুলতে দেননি কাউকে।
‘মেঘে ঢাকা তারা’ খ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ‘চাঁদের পাহাড়’ (২০১৩) নির্মাণের সময় থেকে মুক্তি আগ পর্যন্ত দেবের লুক প্রকাশ করেননি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিতব্য নতুন সিনেমায়ও একই নিয়ম বহাল রেখেছেন।