গাজীপুর: গাজীপুর-৫ ( কালিগঞ্জ) নির্বাচনী আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালিগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ কে এম ফজলুল হক মিলন ২০০১ সালে গাজীপুরের কালিগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়নপত্র দাখিলের আগে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল ইউনিয়ন বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের বাইরে সমবেত হন। পরে নির্বাচনী আচরণ বিধি মেনে কয়েকজন নেতা- কর্মী নিয়ে প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেন।

