
গাজীপুর: গাজীপুর-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বাতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী সভাপতি মো: সালাউদ্দিন সরকার।
আজ সোমবার তিনি গাজীপুরের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এর আগে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সালাউদ্দিন সরকার রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আসেন। অত:পর নির্বাচনী আচরণবিধি মেনে কয়েকজন নেতা নিয়ে ভেতরে যান। সালাউদ্দিন সরকারের সাথে গাজীপুর মহানগর ও টঙ্গী বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন সরকার ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে গাজীপুর-২ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহন করেন। সাম্প্র্রতিক সময়ে বিএনপি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিকে মনোনয়ন দিলে সালাউদ্দিন সরকারের সমর্থনে মনোনয়ন পরিবর্তনের দাবী উঠেন। এই দাবীর স্বপক্ষে টঙ্গীতে সরকার পরিবার একাধিক সভা সমাবেশ, সাংবাদিক সম্মেলন ও মশাল মিছিল করে দৃষ্টি আকর্ষন করেন। এই অবস্থায় দাবী পূরণ না হওয়ায় তিনি আজ স্বাতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন।
