গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রনির মনোনয়নপত্র দাখিল

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার(২৯ ডিসেম্বর) গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গাজীপুর মহানগর বিএনপির নেতা-কর্মীরা রাজবাড়ি মাঠে মিলিত হন। আচরণবিধির বাধ্যবাধকতার কারণে কয়েকজন নেতা প্রার্থীকে নিয়ে রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র্র দাখিলের সময় গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সাথে ছিলেন বিএনপির সিনিয়র নেতা মীর হালিমুজ্জামান ননী, ডক্টর সহিদউজ্জামান, নাজিম উদ্দিন চেয়ারম্যান, এডভোকেট সুলতান উদ্দিন, এডভোকেট সিদ্দিকুর রহমান, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজীপুর সালাউদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *