
গাজীপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম বলেছেন, আমরা শহীদ জিয়ার সৈনিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতে শক্তিশালী করতে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। গত ১৭ বছর ভোট হয়নি। ভোটের আগের দিন ভোটার গুম হয়েছে। দিনের ভোট রাতে হয়ে গেছে। এবার ভোট হবে। দেশ নায়ক তারেক রহমানের কারণেই আসা এই ভোটে আমরা গণতন্ত্রের দিকে যাবো। তাই সকলকে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল গাজীপুর-১ আসনের বাসন থানা এলাকায় ধানের শীষের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডাঃ মাজহার বলেন, ১৭ বছর আমাদের অসংখ্য নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ভোট থেকে সরিয়ে রেখে ফ্যাসিস্ট সরকার নিজেরাই নিজেদেরকে নির্বাচিত করেছে, ভোটার লাগেনি। আমাদের নেতা তারেক রহমানকে বলিষ্ঠ নেতৃত্বে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পথে। তাই তারেক রহমান যাকে ধানের শীষ দিয়েছেন আমরা তার পক্ষেই থাকব।
সভায় গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো: মজিবুর রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। গাজীপুর-১ আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করুন।
সভা শেষে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রার্থী গণসংযোগ করেন।
